পিঙ্কি শর্মা : বেসরকারি ওষুধ কারখানায় জোড়াল বিস্ফোরণে আগুন লাগে একটি “Escientia Advanced Sciences Pvt Ltd factory in Atchutapuram SEZ” বেসরকারি ওষুধ কারখানায়। ঘটনাটি ঘটেছে বুধবার অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লে জেলায়। এদিন দুপুরে কর্মীরা যখন মধ্যাহ্নভোজনে ব্যাস্ত ছিল ঠিক সেই সময় কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণ হয়।

সেই বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩০ জন কর্মী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ওষুধ কারখানার অন্তত ৭ জন কর্মী। এমনটাই জানা গিয়েছে। ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন : Women’s T20 WC : অশান্ত বাংলাদেশ থেকে সরছে মহিলা টি-২০ বিশ্বকাপ ! কোন দেশে কখন খেলা হবে জানিয়ে দিল বোর্ড
ঘটনাস্থলে পৌঁছয় জেলা শাসক ও পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন যখন অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে তখন মধ্যাহ্নভোজনের বিরক্তি থাকার জন্য কারখানা চত্বরে বেশি কর্মী সেখানে ছিল না। যার জেরে বড়সর দুর্ঘটনা এড়ানো গয়েছে।
7 Killed ,over 30 injured in Andhara Pradesh Pharma company explosion.