Uttar Dinajpur : সভাধিপতির নামে দুইরকম কাস্ট সার্টিফিকেট ইস্যু,এবার রিপোর্ট তলব জাতীয় এসসি কমিশনের, তারপর..
Uttar Dinajpur
এসকে মোতাহার হোসেন : কী ভাবে একই ব্যক্তির নামে দু’বার দুইরকম কাস্ট সার্টিফিকেট থাকতে পারে ? কী ভাবে এই দুইরকম কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হল এই প্রশ্ন শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিষয়টি পৌঁছে যায় আদালত পর্যন্ত।

এবার সেই জাল সার্টিফিকেট কান্ডে নাম জড়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের। এনিয়ে আগামী ৩০ দিনের মধ্যে রাজ্য সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রধান সচিব ও উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে জাতীয় তপশিলি জাতি কমিশন।
আরো পড়ুন : Shramshree Online Apply : ‘শ্রমশ্রী’, মাসিক ৫০০০ পেতে শুরু হল আবেদন,কবে থেকে এবং কীকী নথি প্রয়োজন ?
কারন সরকারি সূত্র মারফত জানা গিয়েছে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি রায়গঞ্জ এসডও অফিস থেকে পম্পা পালের নামে একটি “ওবিসি সার্টিফিকেট” ইস্যু করা হয়। অথচ তাঁর নামেই আবার পূণরায় ২০২৩ সালের ১১ আগস্ট একটি “এসসি সার্টিফিকেট” ইস্যু করা হয়েছে।
প্রায় মাস পাঁচেক আগেই কলকাতা হাইকোর্টের আইনজীবী রাজিব বিশ্বাস এ বিষয়ে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতেই উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের জাল এসসি সার্টিফিকেট ব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করে জাতীয় তপশিলি জাতি কমিশন।
এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, যারা কাস্ট সার্টিফিকেট ইস্যু করেছেন, তাঁরা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টে সব উল্লেখ থাকবে। আইনী ব্যাপার এ বিষয়ে আমার এর থেকে বেশি কিছু বলার নেই। এই প্রসঙ্গে জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনার কোনও প্রতিক্রিয়া পাওয় যায়নি।
পম্পা পালের এসসি সার্টিফিকেট জাল এ নিয়ে অভিযোগকারী আইনজীবী রাজিব বিশ্বাস বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতেই রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের সচিব ও উত্তর দিনাজপুরে জেলা শাসককে চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা করা না হলে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে কমিশন সরাসরি সমন জারি করবে।

আরো পড়ুন : FASTag Breaking : কোন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়েগুলিতে FASTag বার্ষিক পাস বৈধ নয়, দেখে নিন সেই তালিকা