Shramshree Online Apply : ‘শ্রমশ্রী’, মাসিক ৫০০০ পেতে শুরু হল আবেদন,কবে থেকে এবং কীকী নথি প্রয়োজন ?

Shramshree Online Apply : ‘শ্রমশ্রী’, মাসিক ৫০০০ পেতে শুরু হল আবেদন,কবে থেকে এবং কীকী নথি প্রয়োজন ?

Shramshree Online Apply

মুনাই ঘোষ : অফলাইনের পর এবার চালু হতে যাচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক তথ্যভান্ডার ও আর্থিক সহয়তা প্রকল্প ‘শ্রমশ্রী’। রাজ্য সরকারের মতে রাজ্যের পরিযায়ী শ্রমীকদের জন্য সরকারের একটি পূর্ণাঙ্গ সুরক্ষা কাঠামো হবে ‘শ্রমশ্রী প্রকল্প’।

আরো পড়ুন : Mumbai on High Alert : ‘লস্কর-ই-জিহাদি’ ৩৪টি বোমা, ৪০০ কেজি আরডিএক্স দাবি করার পর মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি

Shramshree Online Apply
Shramshree Online Apply
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই ‘শ্রমশ্রী প্রকল্প’-এর মাধ্যমে মিলবে পরিচয়পত্র, স্বস্থ্যসেবা,বিমা,শিক্ষা সহয়তা, আর্থিক অনুদান ও চাকরির সংযোগ ব্যবস্থা সহ বিভিন্ন সুবুধা

এদিন নবাবন্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করেন যে, ১ সেপ্টেম্বর (সোমবার) থেকেই শুরু হচ্ছে ‘শ্রমশ্রী পোর্টাল’ চালু হচ্ছে।

আরো পড়ুন : Arrest 1 person with Brown Sugar : পুলিশ ও এসেসবি’র যৈথ অভিযানে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেপ্তার ১

বাংলার শ্রমিককে হয়রানি করার অভিযোগ শ্রমমন্ত্রী মলয় ঘটকের

এদিন মলয় ঘটক অভিযোগ এনে বলেন, মহারাষ্ট্র রাজস্থান,অসম, হরিয়ানা, ওড়িশা এই রাজ্য গুলিতে বাংলার বহু শ্রমিককে শুধুমাত্র তাদের মাতৃ ভাষা বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে পুলিশ হয়রানি করছে। তিনি আরো অভিযোগ করেন, বাংলার শ্রমিককে ডিটেনশন ক্যাম্পে পাঠানো এবং জোর করে রাজ্য ছাড়তে বাধ্য করা হচ্ছে।

আরো পড়ুন : Bangladesh : হাসিনার দেশ ছাড়ার এক বছর পূর্তিতে বাংলাদেশ নির্বাচনের ঘোষণা দিয়ে কী জানাল ইউনুস

মুখ্যমন্ত্রীর ঘোষণা এক বছর ধরে মাসে ৫০০০ টাকা

বাংলার শ্রমিককে ভিন রাজ্যে হয়রানির শিকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, যে সমস্ত পরিযায়ী শ্রমীক ভিন রাজ্যে অত্যাচারিত হয়ে বাড়ি ফিরে এসেছেন এবং বর্তমানে কর্মহীন রয়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকার চালু করল “শ্রমশ্রী প্রকল্প”।

আরো পড়ুন : New GST Rate LIVE Updates : নতুন জিএসটি হারের লাইভ আপডেট, যেসব পণ্যের উপর কর কমানো হয়েছে তার সম্পূর্ণ তালিকা

রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায়, প্রতি মাসে ৫০০০ টাকা করে এক বছর ধরে এই আর্থিক সহয়তা প্রদান করা হবে বলেও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Shramshree Online Apply
Shramshree Online Apply
এই শ্রমশ্রী পোর্টাল কী ভাবে কাজ করবে

সম্প্রতি চালু হওয়া শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে কী জানা যাচ্ছে

১) স্কিমে অন্তর্ভুক্ত রাজ্য বা কর্মসংস্থান সংক্রান্ত তথ্য জানতে পারেন
২) অনলাইনে নিজের রেজিস্টার করতে হবে
৩) নিজের তৈরি, আপলোড সংশোধন করতে পারবেন
৪) আবেদনপত্রের বর্তমান অগ্রগতি জানতে পারেন
৫) আপনি প্রাপ্ত সুবিধার বিস্তারিত তথ্য দেখতে পাবেন

আরো পড়ুন : SSC WB : অযোগ্যদের তালিকায় এবার উত্তর দিনাজপুর জেলার বিজেপির নেতা আত্মীয়দের নাম

আবেদন করতে কী কী প্রয়োজন ?

‘শ্রমোশ্রী’ পোর্টালে নাম নথিভুক্ত কী কী নথিপত্র ও তথ্য লাগবে ?

১) আধার কার্ড
২) ভোটার কার্ড /রেশন কার্ড
৩) কর্মের তথ্য ( যদি থাকে )
৪) ঠিকানার
৫) ব্যাঙ্ক আপনার ডিটেলস
৬) নিজের ছবি
৭) মোবাইল ও ইলেল যদি থাকে

আরো পড়ুন : FASTag Breaking : কোন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়েগুলিতে FASTag বার্ষিক পাস বৈধ নয়, দেখে নিন সেই তালিকা

কোথা থেকে আবেদন করবেন

কমিউনিটিরা আবেদন করতে পারবেন অনলাইন অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অর্থাৎ শ্রমিক দপ্তরের ওয়েবসাইটে আবেদনকারী নথিপত্র আপলোড করে সাবমিট করেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও ব্লক ও পঞ্চায়েত অফিসের সহয়তা কেন্দ্রে গিয়ে অনলাইনে করতে পারবেন।।

আরো পড়ুন : State Bank of India : SBI-এর নতুন নিয়ম, নতুন কোন নির্দেশিকা দিল সকল অ্যাকাউন্টধারীদের জন্য? না মানলে বন্ধ হবে অ্যাকাউন্ট

শ্রমশ্রী প্রকল্পের জন্য সচেতনতা শিবির ও ক্যাম্পে সহযোগিতা করে প্রতিটি ব্লক ও পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে সচেতনতা শিবির ও রেজিস্ট্রেশন ক্যাম্পে চালু করা হচ্ছে যাতে প্রত্যন্ত অঞ্চলের শ্রমিকেরাও এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হয়ে না পড়ে।

Shramshree Online Apply
Shramshree Online Apply

আরো পড়ুন : Siliguri : বড় সাফল্য পেল পুলিশ, কোট টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১ ,আজ আদালতে পেশ করবে ধৃতকে

Leave a Comment