West Bengal : বিজেপি শাসিত রাজ্যে “বাংলা বলায় “পরিযায়ী শ্রমিককে মারধর পুলিশের ,এক ডাকে অভিষেকে ফোনের পরই বাড়ি ফিরল শ্রমিক
West Bengal
এসকে মোতাহার হোসেন : আবারো বাংলার এক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দা ও পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে।
আরো পড়ুন : Uttarakhand : আবারো প্রকৃতির কোপে উত্তরাখন্ড, প্রবল বৃষ্টিতে ধ্বংসাবশেষ প্লাবিত বাড়িঘর,নিখোঁজ ২

দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুরের শ্রমিক সাইফুল সেখ জানায়, বাংলা বলায় তাঁকে মারধর করে। তিনি নিজেকে বাঁচাতে একটি মন্দিরে গিয়ে লুকিয়ে ছিলেন তিনি। তারপর কনো রকমে সেখান থেকে এক ডাকে অভিষেকের নম্বরে ফোন করেন তিনি।
আরো পড়ুন : Supreme court : অবশেষে কাটল জট ,”ওবিসি” কোটা বিজ্ঞপ্তি স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট
এরপর তৃণমূল বিধায়কের সহয়তায় বাড়ি ফিরে
শ্রমিক সাইফুল সেখ। তিনি বলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করেন।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফে খবর আসে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডলের কাছে। এরপরেই সাইফুল ও তাঁর পরিবারকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
সাইফুল সেখ বলেন, আমি মুম্বাই কাজের জন্য গিয়েছিলাম, সেখানে বাংলায় কথা বলায় আমায় মারধোর করা হত। কাজ করাতো দুর ভয়েই বাড়ি থেকে বেরতে পারতাম না। আমাদের মধ্যে কয়েকজনকে থানায় ধরেও নিয়ে গিয়েছে।
আরো পড়ুন : Abhishek Banarjee : ফের কমিশন ও কেন্দ্রকে এক হাত নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের
তিনি আরো বলেন, আমরা যে কারখানায় কাজ করতাম সেই কারখানার মালিককে পুলিশকে চাপ দিচ্ছিলো যে, আমাদের মালিক নাকি বাংলাদেশিদের নিয়ে কাজ করাচ্ছে। সেই জন্য আমাদের মালিকের কাছ থেকে আমাদের এক একাকজনের ৫০ থেকে ৬০ হাজার টাকা চেয়েছিলো। সেই কারনে আমাদের মালিক সেখান থেকে পালিয়ে যায়।
আমি এক ডাকে অভিষেকে ফোন করি, তখনি আমাকে আশ্বস্ত করা হয় এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়। এছাড়াও আমাকে হাত খরচও দেওয়া হয়।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন