50 killed as earthquake-Live : পরপর ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তির্ণ এলকা, মৃত ৩২! বাদ গেলোনা উত্তরবঙ্গও
90 killed as earthquake-Live
লক্ষী শর্মা : সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তির্ণ এলকা। আতঙ্কে মানুষ রাস্তায় নেমেয়াসে। পরপর ভূমিকম্প হয় নেপাল-তিব্বত সীমান্তে। মঙ্গলবার ভোর ৬.৩৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। প্রথম দু’টি কম্পনের মাত্রা ছিল ৭.১ এবং ৪.৭। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এএফপি-র মাধ্যমে প্রথমের দিকে রিপোর্ট বলা হয়েছে, ভূমিকম্পের জেরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ৩২ জন নিহত হয়েছেন।
Table of Contents
তিব্বত-নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। মৃতের সংখ্যা ৯০ এর ঘড় পার হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে, আহত ১২০ জনের বেশি। চলছে উদ্ধার কাজ ,তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে তিব্বত-নেপাল সীমান্তের কাছে ৭.১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএফপির মাধ্যমে রিপোর্ট করা হয়েছে।
এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলকা। কম্পন অনুভূত হয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু যায়গায়। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
আরো পড়ুন : HMPV in India : ভারতে ঢুকে পড়েছে চিনা ভাইরাস HMPV, আক্রান্ত ৮ ও ৩ মাসের শিশু! কী বলছে চিকিৎসকেরা
ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে হলেও এর প্রবাব পরে ভারত ,বাংলাদেশ, ভুটান ,নেপাল এমনকি চিনও কেঁপে উঠেছে এদিনের ভূমিকম্পে।
Massive earthquake of 7.1 magnitude strikes Tibet-Nepal border, at least 32 killed and several buildings collapsed
The quake, which occurred at 6.35 am IST, had its epicentre in Tibet region, about 93 km northeast of Lobuche, Nepal, according to the Geological Survey ( USGS)
The vast area of North Bengal including Siliguri was shaken by the impact of this earthquake. Tremors were felt in several places including Kolkata in South Bengal. Apart from West Bengal, tremors were also felt in Bihar, Delhi

আরো পড়ুন : Kill 4 Nakshali : চলছে গুলিড় লড়াই, ছত্তিশগড়ের এনকাউন্টারে ৪ নকশাল, নিহত ১ পুলিশ কর্মী
ভূমিকম্পের উৎসস্থল ও তাঁর তীব্রতা কতটা ছিল ?
ভূমিকম্পের উৎসস্থল নেপালের লেবুচে থেকে ৯৩ কিলোমিটার দূরে শিজাংয়ে। সেখানে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। দ্বিতীয়বার ভূমিকম্পটি হয় তিব্বতের শিজাংয়ে। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
আরো পড়ুন : 1 Woman Injured : ফের হাতির হামলা, হতির লাথিতে গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for seismology) জানিয়েছে, এদিন দু’টি ভূমিকম্পই হয়েছে মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। শিজাংয়ে দু’টি ভূমিকম্পের পর পুণরায় পরপর ভূমিকম্প হতে থাকে। প্রত্যেকটি ভূমিকম্পের মাত্রাই ছিল ৪.৮ -এর উপরে। যদিও এদিনের জোড়ালো ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নেপাল সীমান্তের কাছে তিব্বতে আজ ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩২ জন নিহত হয়েছেন।৪.৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সকাল ৭:০২ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এবং ৩০ কিলোমিটার গভীরে ৭:০৭ মিনিটে ৪.৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
নেপাল একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলির সংঘর্ষ হয় এবং ঘন ঘন ভূমিকম্প ঘটতে থাকে। উল্লেখ্য, ২০১৫ সালে, নেপালে ৭.৮-মাত্রার ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ মারা গিয়েছিল এবং ২২,০০০ জনেরও বেশি আহত হয়েছিল।

আরো পড়ুন : 4 soldiers killed : ফের গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি! মৃত্যু হয়েছে ৪ সেনা জাওয়ানের, আশঙ্কাজনক আরো ৩
