5 Murders In One Family : নৃশংস খুন, মেঝেতে পড়ে রয়েছে মা-বাবা ও ৩ শিশুর রক্তাক্ত দেহ, নারকীয় খুনের তদন্তে পুলিশ
5 Murders In One Family
সুনিল যাদব : বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মিরাটের লিসারি গেট থানা এলাকায় অবস্থিত সুহেল গার্ডেনে একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধ বাড়ির ভেতরে থেকে উদ্ধার হওয়া মৃত দেহগুলির মধ্যে ছিল স্বামী-স্ত্রী ও তাঁদের তিন কন্যা।
Table of Contents
রাজমিস্ত্রি মইন ও তার পরিবারকে হত্যার পর ঘরটি বাইরে থেকে তালা দিয়েছিল। তদন্তে জানা যায়, মাত্র দুই মাস আগে ওই বাড়িতে থাকতে এসেছিল পরিবারটি। হাত-পা বেঁধে ওই দম্পতিকে খুন করা হয়েছে। পুলিশ এবং ফরেনসিক দল ঘটনাস্থলে তদন্ত চালায় এবং এডিজি ডি কে ঠাকুর এবং ডিআইজি কালানিধি নাইথানিও ঘটনাস্থলে পৌঁছেছেন।

আরো পড়ুন : 2 more arrested in Malda : মালদয়া তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়! গ্রেপ্তারআরো ২ মাথা, মোট ৭
The incident of five dead bodies recovered from inside the house spread sensation
The incident took place on Thursday evening at Suhail Garden in Lisari Gate police station area of Uttar Pradesh’s Meerut
On receiving the complaint, the police entered the locked house and found Moinuddin (52) covered in blood and his legs tied with a bed sheet. Also found dead were his wife Asma (45) and their three daughters Afsa (8), Aziza (4) and Adiba (1)
আরো পড়ুন : North Bengal: উত্তরবঙ্গে লাগাতার অভিযানে বড় সাফল্য BSF-এর, গ্রেপ্তার ৮ বাংলাদেশি, ৩ দালাল
মীরাটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) ভিপিন টাডা, যিনি অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন, তিনি বলেন, পুলিশ একটি তালাবদ্ধ বাড়ি সম্পর্কে একটি ফোন পায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জানতে পারে যে বাড়িটি বাইরে থেকে তালা দেওয়া রয়েছে।

পুলিশ সেই তালা বন্ধ বাড়িতে প্রবেশ করার পর দেখতে পান রক্তে মাখা এবং বিছানার চাদর দিয়ে পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে মঈনুদ্দিন (৫২)। পাশাপাশি তার স্ত্রী আসমা (৪৫) এবং তাদের তিন কন্যা, আফসা (৮), আজিজা (৪) এবং আদিবা (১) মৃত দেহ পড়ে রয়েছে। এর মধ্যে এক বছরের আদিবা বস্তায় বন্দি অবস্থায় উদ্ধার হয়।
আরো পড়ুন : MP-Rape of Doctor, Arrest 1: BJP শাসিত রাজ্যে সরকারি মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রাথমিক তদন্তের পর পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারে। মৃতদেহ গুলির প্রত্যেকেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই মৃত্যুর আসল কারন জানা যাবে। প্রাথমিক ভাবে পুলিশ এটিকে খুন বলেই মনে করছে।
পরিবারের ২০ সদস্যকে জিজ্ঞাসাবাদ
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পর মৃত মঈনুদ্দিনের পরিবারের ২০ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। বাড়ি নির্মাণের পাশাপাশি লিসারি গেট এলকায় একটি প্লটও কিনেছিলেন মঈনুদ্দিন। এ নিয়ে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।
আরো পড়ুন : Mamata : কুম্ভের জন্য কোটি কোটি খরচ করছে কেন্দ্র,গঙ্গাসাগর মেলাকে সৎ সন্তান মনে করে : মমতা
পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে পুলিশ পাঁচজনের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে। প্রতিবেশীরা পুলিশকে জানায়, বুধবার থেকে পুরো পরিবার নিখোঁজ ছিল। তাদের কেউ দেখেনি। নৃশংস খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন : Mamata : কুম্ভের জন্য কোটি কোটি খরচ করছে কেন্দ্র,গঙ্গাসাগর মেলাকে সৎ সন্তান মনে করে : মমতা