4 Arrested : বেআইনি অস্ত্র কারখানায় হানা কলকাতা পুলিশের, বিহারে উদ্ধার বিপুল অস্ত্র ,আটক ৪
4 Arrested
তীর্থঙ্কর মুখার্জি : বেআইনী আগ্নেয়াস্ত্র কারখানার হদিস মিলল বিহারের মধুবনীতে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিহারে আগ্নেয়াস্ত্র তৈরি ও সরবরাহের একটি কারখানায় মধ্যরাতে হানা দেয় কোলকাত পুলিশের এসটিএফ। সেই আগ্নেয়াস্ত্র কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করে কোলকাত পুলিশ।
Table of Contents
এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হওয়া বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ ধৃতদের বিহার থেকে কলকাতা নিয়ে আসার ব্যবস্থা করছে লালাবাজার থানার পুলিশ।

Kolkata Police raided illegal weapons factory in Bihar, recovered huge weapons, arrested 4
Kolkata Police STF has arrested 4 people in this incident
Police of Lalabazar Police Station are making arrangements to bring the arrested persons from Bihar to Kolkata along with the recovered large quantity of firearms and firearm making equipment
After interrogating the arrested, it was initially learned that the firearms manufactured in the illegal arms factory of Bihar’s Madhubani were supplied to Bengal, Odisha and other parts
আরো পড়ুন : 2 more arrested in Malda : মালদয়া তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়! গ্রেপ্তারআরো ২ মাথা, মোট ৭
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে প্রাথমিক ভাবে জানতে পেরেছে যে, বিহারের মধুবনীর বেআইনী অস্ত্র কারখানায় তৈরি হওয়া আগ্নেয়াস্ত্র বাংলা ,উড়িশা-সহ একাধিক প্রান্তে সরবরাহ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে বিহারের মধুবনীতে একটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের দোকানে কলকাতা এসটিএফের একটি বিশেষ দল বিহার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায়।
আরো পড়ুন : North Bengal: উত্তরবঙ্গে লাগাতার অভিযানে বড় সাফল্য BSF-এর, গ্রেপ্তার ৮ বাংলাদেশি, ৩ দালাল
সেই অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ২৪টি পাইপ, এই পাইপগুলি দিয়েই মুলত সেভেন এমএম পিস্তল তৈরি করা হয়। এছাড়াও ছিল ক্রিস্টাল তৈরির মেশিন, একাধিক গুলির খোল। এছাড়াও বেশকিছু আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন রাজকুমার শাহ , রাজু কুমার চৌধুরী ওরফে বির্জু, ইফতিকার আলম ও ইশাখত আলম। এদের প্রত্যেকের বাড়ি বিহারের মধুবনীতে। এই ঘটনায় বিহারের খুটাউনা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

আরো পড়ুন : MP-Rape of Doctor, Arrest 1: BJP শাসিত রাজ্যে সরকারি মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ, গ্রেপ্তার ১