অনুশিবা সেন : ক্রমাগত বাইকচুড়ির ঘটনায় বাইক রাখতে ভয় পাচ্ছিলেন এলকার সাধারন মানুষ। থানায় একেরপর এক অভিযোগও পরছিল বাইক চুরির। অবশেষে ধূপগুড়ি থানার পুলিশের অভিযানে বাইক চুরির মুল চক্রের ৭ পান্ডাকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার হয় ২৯ টি বাইক।
Dhupaguri police recovered 29 stolen bikes
Jalpaigur police got big success
বৃহস্পতিবার উদ্ধার হওয়া বাইকগুলি এবং ধৃত ৭ জনকে নিয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা। আইসি অনিন্দ্য ভট্টাচার্য। পুলিশ সুপার জানান, বাইক চুরির অভিযোগ গুলি আসার পর তদন্তে নেমে মোট ২৯টি বাইক উদ্ধার করতে পেরেছি আমরা।

পাশাপাশি বাইক চুরির ৭ জন মুলপান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা জানিয়েছ, তাঁরা মুলত ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের শহর এলকা থেকে তাঁরা বাইক চুরি করত। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাইক মালিকদের চিহ্নিত করে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
আরো পড়ুন : Birpara : পুলিশ থেকে শিক্ষকতা, “শিক্ষারত্ন”পেলেন ঘরের ছেলে ‘বীরপাড়া হাইস্কুলের’ প্রধান শিক্ষক !
ধূপগুড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ধৃতরা হলেন, সোনাই সরকার, রাজু সরকার, চন্দন বর্মন , অজয় বর্মন, কানাই অধিকারী, বলাই অধিকারী এবং শুভাসিশ দাস।