2 TMC Leaders Shot Again LIVE : মালদায় ফের শুটআউট, গুলিবিদ্ধ TMC নেতা, কাউনসিলার হত্যার ঘটনার মাঝেই ফের গুলিবিদ্ধ ২

2 TMC Leaders Shot Again LIVE : মালদায় ফের শুটআউট, গুলিবিদ্ধ TMC নেতা, কাউনসিলার হত্যার ঘটনার মাঝেই ফের গুলিবিদ্ধ ২

Contents

2 TMC Leaders Shot Again

বিশ্বজিৎ মন্ডল : ফের শুটআউটের ঘটনা ঘটল মালদা জেলায়। মঙ্গলবার দিনের আলোয় তৃণমূলের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতিরা।

Table of Contents

আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলি বিদ্ধ আরো একজন। কয়েকদিন আগেই তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজনীতি।

আরো পড়ুন : The Majestic Ram: A Symbol of Strength, Resilience, and Natural Beauty 2025

2 Trinamool Leaders Shot Again

According to police sources, regional president of Trinamool Bakul Sheikh was shot in Kaliach this morning

Another Trinamool activist Esaruddin Sheikh has been infected

আরো পড়ুন : AI Girl friend : গার্লফ্রেন্ড নেই ? অবিলম্বে এই AI GF কিনুন, চেহারা স্টাইল দেখে প্রেমে পড়ে যাবেন

পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে কালিয়াচকে গুলিবিদ্ধ হয় তৃণমূলের অঞ্চলের সভাপতি বকুল শেখ। আক্রান্ত হয়েছে আরো এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ।

2 TMC Leaders Shot Again LIVE
2 TMC Leaders Shot Again LIVE
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানাগিয়েছে, মঙ্গলবার সকালে মালদহের কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। সেখানে গিয়ে গুলিবিদ্ধ হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। আক্রান্ত হন আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ ও হাসা শেখ। তাঁদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত্যু হয়েছে হাসা শেখের।

আরো পড়ুন : Neil Gaiman: A Master Storyteller Who Bridges Worlds of Fantasy and Reality 2025

2 TMC Leaders Shot Again LIVE
2 TMC Leaders Shot Again LIVE

বকুল শেখ ও এসারুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। বকুল শেখের দাদার দাবি, কারা হামলা চালিয়েছে, তা একেবারে স্পষ্ট। অভিযুক্তদের মধ্যে জাকির শেখ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

এদিনের গুলি চালানোর ঘটনার পর তৃণমূল নেতা কৃষ্ণেন্দু বলেন, দোষীদের গ্রেফতার করার জন্য যা যা করার, তা করা হচ্ছে। তিনি বলেন, বিহার থেকে শুটার চলে আসছে। নিশ্চয় এর পিছনে কিছু আছে। সেটা পুলিশ খতিয়ে দেখছে। তৃণমূলের কোনও গোষ্ঠীবিবাদ আছে বলে মানতেই চাননি তিনি।

2 TMC Leaders Shot Again LIVE
2 TMC Leaders Shot Again LIVE

আরো পড়ুন : Kerala MLA Join TMC : অভিষেকের হাত ধরেই এবার কেরলে তৃণমূল ! যোগদান বিধায়ক বর্ষীয়ান বাম নেতার

বিস্তারিত আসছে……

Leave a Comment