10 people were killed : ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার পথে ১০ জন নিহত, আহত ৩৫ জন বাস যাত্রী
10 people were killed
এসকে মোতাহার হোসেন : বর্ধমান থেকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর এসেছে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু এবং ৩৫ জন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন : SBI : মার্কিন শুল্ক বৃদ্ধিতে লেনদেন প্রক্রিয়াকরণ বন্ধ, কোন বড় পদক্ষেপ নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আজ শুক্রবার স্বাধিনতা দিবসের দিন সকাল সাড়ে ৭টায়। জানা গিয়েছে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন, এবং ৩৫ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
যাত্রী ভর্তি একটি দ্রুতগামী বেসরকারি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : RBI : এবার কয়েক ঘন্টার মধ্যে ব্যাংকগুলি চেক ক্লিয়ার করবে, কবে থেকে চালু হবে? কী বলছে আরবিআই
সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং অনেক যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় জনগণ এবং প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
আটকে পড়া যাত্রীদের গ্যাস কাটারের সাহায্যে বের করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দ্রুত গতি এবং অসাবধানতাবশত গাড়ি চালানো এই দুর্ঘটনার মূল কারণ বলে জানা যাচ্ছে।
আরো পড়ুন : LPG Sylinder Prices Reduced : মাসের প্রথম দিনেই দারুণ খবর, দাম কমল রান্নার গ্যাসের, কোথায় কত কমল দেখে নিন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দূর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীরা প্রত্যেকেই বিহারের মতিয়ার থানার বাসিন্দা। এদিন গঙ্গাসাগরের স্নান সেরে বাড়ি বিরছিলেন সুকলে। তখনি এই ঘটনা ঘটনাটি ঘটে। ওই বাসে ৫ জন শিশু সহ মোট ৪৫ জন যাত্রী ছিল।
আরো পড়ুন : FASTag Breaking : গাড়িতে ফাস্ট্যাগ এর বার্ষিক পাস কি বাধ্যতামূলক নাকি আপনি তা বাতিল করতে পারেন? জেনে নিন
দূর্ঘটনার পর পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন