1 Woman Injured : ফের হাতির হামলা, হতির লাথিতে গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা
1 Woman Injured
অনুশিবা সেন : প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে গিয়ে ঘটল বিপত্তি। চা বাগান লাগোয়া মাঠে গরু বাঁধছিল বছর ৪৫ -এর মালতি সাউ নামের এক মহিলা। সেই সময় একটি হাতির আক্রমনের মুখে পড়ে ওই মহিলা।
Table of Contents
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গরুমারা জাতীয় উদ্যানের নাগরাকাটার বামন্ডাঙ্গা চা বাগানের ডায়না লাইনের শ্রমিক মহল্লা এলকায়। ওই এলকাটি গরুমারা জাতীয় উদ্যানের কাছে।
আরো পড়ুন : 4 soldiers killed : ফের গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি! মৃত্যু হয়েছে ৪ সেনা জাওয়ানের, আশঙ্কাজনক আরো ৩

Elephant attack again, a woman is under treatment in the hospital after being seriously injured by the elephant’s kick
A 45-year-old woman named Malti Sau was herding cows in the field near the tea garden. At that time, the woman was attacked by an elephant
According to hospital sources, Malti’s left leg was broken due to elephant attack. There are multiple injuries all over the body
আরো পড়ুন : 15 injured in road accident: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, উল্টেগেল পিকনিক বোঝাই বাস ! আহত কমপক্ষে ১৫
স্থানীয় চা বাগানের শ্রমীকেরা জানায়, এদিন দুপুরে মাঠে গরু চরাতে আসে মালতি সেই সময় জঙ্গল থেকে একটি হাতি ( Elephant) বেরিয়ে এসে হামলা চালায়। ছিটকে পরে কিছুটা দুরে গিয়ে।

স্থানীয়দের চিৎকার শুনে হাতিটি জঙ্গলেদের দিকে ঢুকে যায়। এরপর মালতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সালুকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাক্বকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর হাতির আক্রমনে মালতির বাম পা ভেঙে গিয়েছে। সারা শরীরে একাধিক জায়গায় চোট লেগেছে। ঘটনাটির সময় চা বাগানের শ্রমিকরা কর্মরত অবস্থায় থাকায় সেই সময় হাতির আক্রমন থেকে উদ্ধার করতে পারেছে।

