1 student injiure in school : রায়গঞ্জের এক নামি স্কুলে ছাত্রীর হাতে আক্রান্ত ক্লাসের সহপাঠী ছাত্র
1 student injiure in school
প্রজয় চক্রবর্তী : স্কুলে পড়াশোনা করতে এসে স্কুলের ভেতরেই ঝামেলায় জড়িয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। বর্তমানে এই সমস্যা গুলি স্কুল গুলিতেই দিন দিন বেড়েই চলেছে। যার জেরে বিঘ্নিত হচ্ছে স্কুলের পড়াশোনা। গত সোমবার রায়গঞ্জ শহরের এক নামকরা এক কোয়েড স্কুলে, ক্লাস নাইনের সহপাঠিনী বান্ধবির হাতে আক্রান্ত হয় ওই ক্লাসের তার সহপাঠি বন্ধু।
Table of Contents
আঘাত এতোটাই গুরুতর ছিল যে ওই ছাত্রের হাতে তিনটে শেলাই পরে। আহত ছাত্র জানায় যে, মুখে কথাকাটাকাটি হচ্ছিল কারন ছাত্রী প্রথমে তাঁর পরিবার নিয়ে হাবিজাবি কথা বলছিল। এরপর আচমকাই স্টিলের স্কেল দিয়ে আক্রমন করে তাঁকে। ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রীর অভিভাবকে ডেকে পাঠানো হয়।
A female student assaulted her classmate in a famous school in Raiganj
সেখানে সাফাইয়ে ছাত্রী জানায় সে ইচ্ছাকৃত ভাবে সে এই কাজ করে নি। তাকে গালিগালাজ করায় স্কেল দিয়ে মারতে গিয়ে তাঁর আঘাত লাগে। জানা গিয়েছে, ওই দুই পড়ুয়ার বাড়ি একই এলকায়। দুজনের মধ্যে আগে থেকেই একটা সমস্যা চলছিল। ঘটনাটি ঘটে, টিফিনের ঘন্টা পড়ার পর দুজনে এক জায়গায় হতেই।
এরপর স্টিলের স্কেল দিয়ে ওই ছাত্রকে বারবার আঘাত করলে তার হাত কেটে রক্ত বেরতে থাকলে স্কুলের শিক্ষকেরা ওই ছাত্রকে চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যান।

জানা গিয়েছে, ওই ছাত্রীর কিছু না হলেও সে স্কুলের পোষাকে মেডিক্যাল কলেজে গিয়ে নিজেই ভর্তি হয়ে যায়। এরপর ছাত্রীর অভিভাবকেরা বুঝিয়ে ওই ছাত্রীকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে যান। স্কুল চত্তরে এহেন পরিস্থি তৈরিতে উদ্বেগ প্রকাশ করেছেন অন্যান্য স্কুলের শিক্ষক -শিক্ষিকারা।