1 person dies of dengue : পুরসভা এলকায় ডেঙ্গুর বলি এক, প্রাণ হারাল সপ্তম শ্রেণীর এক ছাত্রী
1 person dies of dengue
কেয়া সরকার : পুরসভা এলকায় ডেঙ্গিতে বলি হল এক কিশোরীর। প্রতি বছর বৃষ্টির মরশুমে প্রতি বছর বৃষ্টির মরশুম শুরু হলেই বারে ডেঙ্গির প্রকোপ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল ওই মৃত কিশোরী। মৃত ওই কিশোরীর না সারণী বন্দ্যোপাধ্যায়। সরণী দমদম পুরসবার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সাধারণ জ্বর নিয়ে সারণী দক্ষিণ দমদমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর শরীরের অবস্থার অবনতি হওয়ায় ১৯ তারিখ তাকে নিয়ে যাওয়া হয় তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে।
আরো পড়ুন : Arrest 2 : পুরী এক্সপ্রেস থেকে স্টেশনে দুই যাত্রী নামতেই শুরু তল্লাশি, ব্যাগ থেকে এমন কী উদ্ধার হল? আটক ২
পরিবারের তরফে জানানো হয়, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আমাদের জানায়, সায়ণীর ফুসফুসে জল জমে গিয়েছিল। সেই জন্য শ্বাসজনিত সমস্যা হচ্ছিল। প্লেটলেট অত্যন্ত কমে গিয়েছিল।
আরো পড়ুন : Madhya Pradesh : বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে পর পর ৩টি ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, এখনো পর্যন্ত গ্রেপ্তার ২
আজ শনিবার (২১.০৬.২৫) ভোর রাতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারন হিসেবে লিখা হয়ছে ডেঙ্গি। সায়ণী বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল। তাঁর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলকায়।
উল্লেখ্য, প্রতিবছর বর্ষার মরশুমে সাধারনত ডেঙ্গির প্রকোপ বারে। বিগত কিছুদিন ধরেই কলকাতা ও কলকাতা সংলগ্ন এলকা বৃষ্টিতে ভিজেছে। বিভিন্নভাবে চিকিৎসক ও সরকারের তরফে সতর্ক করা হচ্ছে যাতে কোথাও জল না জমে। তাঁর পরেও ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা সামনে এলো।
