1 person arrested : গলার নলি কাটে বাবা,মাকে হত্যার পর, ফের বনগাঁয় প্রাণঘাতীর হামলা ছেলের, গ্রেপ্তার করল পুলিশ
1 person arrested
এসকে মোথাহার হোসেন : সাতসকালে বাড়ির বাইরে এক দম্পতির জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলকায়। দেহর পাশে পরে চাপ চাপ রক্ত। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার ১১ নং ওয়ার্ডের কাশিয়াড়া কাজিপাড়া মোক্তারবাগাব এলকায়।
আরো পড়ুন : Mamata : নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা মমতার, বেকার শিক্ষকদের বয়স শিথিল, আর কী বিশেষ সুবিধা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা মুস্তাফিজুর রহমান (৬৬) ও তাঁর স্ত্রী মমতাজ পারভীন (৫৬)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ।
আরো পড়ুন : CRPF jawan arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে সিআরপিএফ সদস্যকে গ্রেপ্তার করল NIA
ঘটনাস্থল থেকে ওই দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদনের জন্য বর্ধমমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে ময়নাতদনের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।
বুধবার সকালে স্থানীয় বাদিন্দারা প্রথম দেখতে পায় যে বাড়ির বাইরে গলার নলি কাটা স্বামী ,স্ত্রীর রক্তাক্তদেহ পড়ে আছে। এরপরেই তাঁরা স্থানীয় থানায় খবর দেয়।
এইদিকে দম্পতি খুনের ঘটনার পর থেকে তাঁদের ছেলে আসিকের খোঁজ মেলেনি। পুলিশ তদন্তকরে দেখছে, এই ঘটনার সাথে তাঁদের ছেলের যোগসূত্র আছে কি না।
এদিনের খুনের ঘটনায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছি। দম্পতির ছেলে নিখোঁজ রয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন : Plane Crash : সান দিয়েগোর পাড়ায় ভেঙে পড়ল ব্যবসায়িক জেট বিমান, দুর্ঘটনায় নিহত বেশ কয়েকজন
এরপরেই পালাতক ছেলের খোঁজ শুরু করে পুলিশ। সন্ধ্যায় খবর আসে বনগাঁয় ফের পথ চলতি সাধারন মানুষের ওপর বেপড়য়া হামলা চালায়। এরপরেই পুলিশ তাঁকে করে আসিকঅকে।
