1 Nursing Staff Arrested : হাসপাতালে ২ ট্রেনি নার্সকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার খোদ নার্সিং স্টাফ

1 Nursing Staff Arrested : হাসপাতালে ২ ট্রেনি নার্সকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার খোদ নার্সিং স্টাফ

Contents

1 Nursing Staff Arrested

অনুশিবা সেন : হাসপাতালে ফের শ্লীলতাহানির শিকার পড়ুয়া নার্স। সেটাও আবার একজন নয় ২ জন ট্রেনি নার্স। অভিযুক্ত খোদ এক নার্সিং স্টাফ। ঘটনা স্থল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় ওই অভিযুক্ত নার্সিং স্টাফ।

Table of Contents

শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে গত ২৫ জানুয়ারি হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডে। ওই দুই নার্সিং পড়ুয়ার সঙ্গে ডিউটি চলাকালিন শ্লীলতাহানির ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

1 Nursing Staff Arrested
1 Nursing Staff Arrested
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Tiger Attack : বাঘের পেটে এক মহিলা, আক্রান্ত আরো এক,ত্রাস-কে ধরতে কার্ফু জারি,বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান

Police arrested a nursing staff on the charge of molesting 2 student nurses in the hospital

Although the incident took place on January 25, as Sunday was Republic Day, the incident came to light on Monday morning. After that, several health officials including District Chief Health Officer Sumit Gangopadhyay rushed to the hospital

It is reported that there was a complaint against the accused nursing staff, that the health worker was performing duties while intoxicated for a long time

আরো পড়ুন : Nabanna : মমতা সরকারের বড় ঘোষনা, আর বিলম্ব নয়, এবার অ্যাকাউন্টে ঢুকবে ৫ লক্ষ টাকা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ডে দুই নার্সিং পড়ুয়া শ্লীলতাহানির শিকার হয়। ঘটনার খবর জানাজানি হতেই হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়।

২৫ জানুয়ারি ঘটনাটি ঘটলেও রবিবার প্রজাতন্ত্র দিবস থাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার সকালে। এরপরেই হাসপাতালে ছুটে আসে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় সহ একাধিক স্বাস্থ্য আধিকারিকেরা।

আরো পড়ুন : Republic Day 2025 LIVE : কার্তব্য পাথে উপস্থাপিত ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের সারণী,ছবি ও ভিডিওতে দেখুন

1 Nursing Staff Arrested
1 Nursing Staff Arrested

হাসপাতালের সুপার পরিতোষ মন্ডল বলেন, শ্লীলতাহানির ঘটনাটি তাঁরা জানার পরেই জরুরি বৈঠক করে হাসপাতালের তরফে ওই নার্সিং স্টাফের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। পাশাপাশি ওই অভিযুক্ত নার্সিং স্টাফের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও জানান।

আলিপুর দুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, হাসপাতালের তরফে একটি শ্লীলতাহানির অভিযোগ আসার পরেই তদন্ত শুরু করা হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত নার্সিং স্টাফের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই স্বাস্থ্যকর্মী মদ্যপ অবস্থায় ডিউটি করতেন।

আরো পড়ুন : America : ২৬/১১ মুম্বাই হামলার মুল অভিযুক্ত রানাকে ভারতে পাঠাতে মার্কিন সুপ্রিম কোর্টর অনুমোদন

অভিযোগ, এতোদিন নানা আছিলায় মহিলা নার্সদের অশ্লীন ইঙ্গিত করতেন। এদিন নির্যাতিতা দুই নার্সিং পড়ুয়া রুখে দাঁড়ান। তাঁরা প্রথমে নার্সিং ট্রেনিং ইন্সটিটিউটের অধ্যক্ষকে জানান। পরবর্তীতে সকল নার্সিং পড়ুয়া ও অধ্যক্ষ লিখিত ভাবে হাসপাতাল সুপারকে জানান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

1 Nursing Staff Arrested
1 Nursing Staff Arrested

আরো পড়ুন : Raiganj : পর্যটকেরা বিনামূল্যে প্রবেশ করছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে, কিন্তু কত দিন ?

Leave a Comment