1 Accused Arrested : ভ্যাট থেকে উদ্ধার মহিলার রক্ত লাগা কাটা মুন্ডু,তদন্তে নেমে ২৪ ঘন্টায় আটক ১
1 Accused Arrested
কেয়া সরকার : এক পরিচারিকা মহিলার প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডু উদ্ধার। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ ২৪ ঘন্টার মধ্যেই আটক করে এক অভিযুক্তকে। ঘটনাটি ঘটে টালিগঞ্জের গল্ফগ্রীন এলকার গল্ফগ্রীন ক্লাবের পেছনে। শুক্রবার অন্যান্য দিনের মতো সাফাইয়ের কাজে বেড়য় সাফাইকর্মীরা।
Table of Contents
তাঁরা গল্ফগ্রীন এলকার একটি আবর্জনার ভ্যাটের মধ্যে কাঁচা রক্ত মাখা কাটা মুন্ডু দেখতে পায়। সাথে সাথে তাঁরা খবর দেয় স্থানীয় থানায়। সাথে সাথে সিট গঠন করে দ্রুততার সাথে শুরু হয় তদন্ত। শুক্রবার রাতেই উদ্ধার করে ওই কাটা মুন্ডু কোন মহিলার।

আরো পড়ুন : Breaking : CBI চার্জশিট দিতে না পারায় জামিন পেল সন্দিপ,অভিজিৎ! ৫৯ দিনেই ধর্ষণে ২ জনের সাজা বাংলায়
A woman’s blood-soaked head was found in a garbage vat in Golfgreen on Friday morning
After investigation, the police arrested an accused within 24 hours
The incident took place behind Golfgreen Elkar Golfgreen Club in Tullyganj
এইদিকে কাটা মাথা উদ্ধার হলেও দেহের বাকি অংশের খোঁজেও শুরু হয় তল্লাশি। তদন্তে নেমে শনিবার ভোরে আতিকুর নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রে খবর, পুলিশ তদন্তে নেমে প্রথমে সিসি টিভি ক্যামেরা ও ধৃতের মোবাইল টাওয়ার লোকেশন চিহ্নিত করেই শুরু হয় তদন্ত।

আরো পড়ুন : Pushpa 2 Hero Live Upadate: পদদলিত মামলায় গ্রেপ্তারের পর কোন শর্তে ছাড়া পেল আল্লু অর্জুন!
এরপর কলকাতা পুলিশ টাওয়ার লোকেশন ট্রাক করে জানতে পারে ভোর রাতে উদ্ধার হওয়া কাটা মুন্ডুর গল্ফ ক্লাব এলকায় ছিলেন আতিকুর। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে ধৃতর উপস্থিতির প্রমাণ পায় তদন্তকারীরা।
এরপর কলকাতা পুলিশ অপরাধীর খোঁজ পেতে আশেপাশের থানা এবং ও কমিশনারেটের কাছেও পাঠিয়ে দেয় অপরাধীর ছবি। এরপর অভিযুক্ত আতিকুরের ছবি দেখে খোঁজ পায় ডায়মন্ড হারবারের পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃত আতিকুর নিহত ওই মহিলার সম্পর্কে জামাইবাবু। বিবি ধৃত আতিকুর পেশায় একজন রংমিস্ত্রি। আতিকুরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।
