১৫০০ কোটির সম্পত্তির অভিযোগ, সুকান্তর বিরুদ্ধে পাল্টা আইনি চ্যালেঞ্জ ডেপুটি মেয়র রঞ্জনের

লক্ষী শর্মা : শিলিগুড়ি কর্পোরেশনের ডেপুটি মেয়রের বিরুদ্ধে বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগ আনল সাংসদ সুকান্ত মজুমদার। ডেপুটি মেয়রের দেড় হাজার সম্পত্তি কিভাবে ? এই অভিযোগে তাঁর নির্দেশে পুরনগম ঘেরাও কর্মসূচী করে বিজেপি।

সকালে এ নিয়ে বোমা ফাটান সুকান্ত। তিনি বলেন রাজ্য এবং বেঙ্গালুরুতে প্রচুর সম্পপতি রয়েছে তাঁর। এরপরেই পাল্টা সুর চড়িয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি এতোটুকুও দেরি না করে পাল্টা চ্যালেঞ্জ করেন সুকান্ত মজুমদারকে।

আরো পড়ুন : রান্নার গ্যাসের খরচ কমাতে দারুন উদ্যোগ মমতা সরকারের! মিলবে LPG, CNG থেকে সস্তায় গ্যাস

এদিন রঞ্জন সাংবাদিক বৈঠক করে জানান, কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ দিন আমার সম্পত্তি দেড় হাজার কোটি । আমি এর শেষ দেখে ছাড়ব। আমি আইনি নটিস পাঠাচ্ছি। রঞ্জন বাবু নিজেও পেশায় একজন উকিল। তাই চ্যালেঞ্জটি ভালো মতোই দিয়েছেন সুকান্ত মজুমদারকে এমনটাই মনে করছে রাজনৈতীক মহল।

Leave a Comment