সুসাইড পয়েন্ট হয়ে গিয়েছে মুম্বাইয়ের অটল সেতু ! এবার আত্মঘাতী এক ইঞ্জিনিয়ার

পিঙ্কি শর্মা : মুম্বাইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ইঞ্জিনিয়ার। সিসি ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে গাড়ি থামিয়ে সোজা নিচে ঝাঁপ দয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম কারুতুরি শ্রীনিবাস। তিনি স্ত্রী ও পরিবারের সাথে মুম্বাইয়ের দম্বিভলি পালাভা সিটি এলকায় থাকতেন।

তবে এবার প্রথম নয় অটল সেতুর আত্মহত্যার ঘটনা আগেও ঘটেছে। গত মার্চ মাসে বছর চল্লিশের এক মহিলা অটল সেতু থেকে ঝাঁপ দিয় আত্মহত্যা করেছিলেন। ইঞ্জিনিয়ারের আত্মহত্যার ঘটনার পর পরিবারের লোকেরা জানিয়েছে, আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। দেনায় কার্যত ডুবে গিয়েছিল। তাঁদের ধারণা সেই কারনেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সিসি ফুটেজে দেখা যায় ওই ইঞ্জিনিয়ার নিজেই ড্রাইভ করে বেলা সাড়ে বারোটার নাগাদ অটল সেতুর কাছে গাড়িটি পার্ক করেন। এরপর বেশ কিছুক্ষন ঘোরাঘুরি পর হঠাৎ সেতু থেকে সোজা নিচে ঝাঁপ দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দিয়ে উদ্ধারকাজ চালিয়েও তাঁর দেহ উদ্ধার হয়নি।

Leave a Comment