তীর্থঙ্কর মুখার্জি : অবশেষে ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা। তাহলে কী শেষ পর্যন্ত আরজি কর কান্ডে কলকাতা পুলিশের দাবিতেই কী সিলমোহর দিতে চলেছে সিবিআই? গত ১৩ আগস্ট বেনিয়াপুকুরে অবস্থিত সরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারিতে ধর্ষণস্থল থেকে সংগৃহিত নমুনা পাঠিয়ে ছিল কলকাতা পুলিশ। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারির তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল রিপোর্ট পেতে সাতদিন সময় লাগবে।
CBI got the DNA test report of Sanjay, what does the report say?
No one but Sanjay found semen on the victim’s body
It was Sanjay Roy, the arrested civic volunteer, who raped the female doctor
কিন্তু হাইকোর্টের নির্দেশে ১৩ আগস্ট কলকাতা পুলিশ আরজি কর কান্ডের তদন্তভার সিবিআইয়ের হতে তুলে দেয়। স্বভাবতই ডিএনএ টেস্টের রিপোর্ট বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল ল্যাব। তার থেকেই জানা যাচ্ছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই ধর্ষণ করেছে ওই মহিল চিকিৎসককে। কারন সূত্রের খবর অনুযায়ী ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারোর শরীরে সিমেন মেলেনি।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধৃত সেভিকের ছেড়া পোশাক। এছাড়াও সেমিনার রুমের নীল রংয়ের বিছানার চাদর, লাল রঙের দু’টি কম্বল এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ চুলের নমুনা। এছারাও ময়নাতদনের সময় খুন হওয়া দেহ থেকে সংগৃহিত নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে। তা বিশ্লেষণ করে ধর্ষক হিসেবে সঞ্জয়কেই চিহ্নিত করেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা। সিবিআইও কিন্তু তাঁদের তরফেও ডিএনএ টেস্টের জন্য ওই ল্যাবেই নমুনা পাঠিয়েছে।
আরো পড়ুন : Birpara : পুলিশ থেকে শিক্ষকতা, “শিক্ষারত্ন”পেলেন ঘরের ছেলে ‘বীরপাড়া হাইস্কুলের’ প্রধান শিক্ষক !
কিন্তু সেই রিপোর্ট হাতে পেয়েছে কি না সেই বিষয়ে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলেও আদেও কী বিতর্ক-সংশয় মিটবে ? কারন আর জি কর কান্ডকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একাধিক গুজব ছড়িয়ে রয়েছে। তাই এবার ধৃত সঞ্জয় রাইয়ের সম্মতি মিললে কেন্দ্রীয় এজেন্সি হয়তো নারকো অ্যানালিসিসের পথে হাঁটবে।