রান্নার গ্যাসের খরচ কমাতে দারুন উদ্যোগ মমতা সরকারের! মিলবে LPG, CNG থেকে সস্তায় গ্যাস

তীর্থঙ্কর মুখার্জি : রান্নার গ্যাসের খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে এলপিজি,সিএনজি গ্যাসের দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্তেরা। এমত অবস্থায় কী ভাবে সাধারন মানুষের চাপ লাঘু করা যায় অর্থাৎ মধ্যবিত্তের হেঁশেলে খরচ কমাতে গ্যাস নিয়ে নয়া উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপের কথা সামনে আসতেই খুশি রাজ্যের বাসিন্দারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিষয়ে বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা বৈঠক করেন গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে। নবান্ন সূত্রে খবর, পাইপলাইনের দ্বারা গ্যাস সরাবরাহের কাজ যাতে রাজ্যে আরো দ্রুততার সাথে সম্পন্ন হয় সেই বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছিল।

আরো পড়ুন : বেঙ্গল সাফারি পার্কে সিংহ ও সিংহীর নামকরন নিয়ে মামলা পৌঁছয় আদালতে ! এবার নতুন নাম পেল তাঁরা

ইতিমধ্যেই গেইল ইন্ডিয়া লিমিটেড পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে কাজ সম্পন্ন করে ফেলেছে। এখন সেই গ্যাস পাইপলাইনের কাজ দুর্গাপুরে এসে পৌঁছেছে। সবকিছু ঠিকঠাক চললে প্রথম দফায় দক্ষিণবঙ্গের হাওড়া ,হুগলি ,উত্তর ২৪ পরগণায় এই প্রাকৃতিক গ্যাসের পরিষেবা চালু হয়ে যবে।

তবে নবান্নের বৈঠকে ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তা হুগলি এবং পূর্ব বর্ধমানে এই প্রকল্পের কাজ নিয়ে বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন। যেমন জমি জট স্থানীয়দের তরফ থেকে পাইপলাইন তৈরিতে বাধা দেওয়া। যদিও এই সকল সমস্যা খুব দ্রুত দূরীকরণের পূর্ণ সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব।

Leave a Comment