সুনিল যাদব : উত্তরাখন্ডের কেদারনাথে অতি মেঘভাঙা বৃষ্টির জেরে বিচ্ছিন্ন হয়ে পরেছে যোগাযোগ ব্যাবস্থা। আটকে রয়েছেন প্রায় ৮০০ জন তীর্থযাত্রী। আবহাওয়ার উন্নতি হলে সেই সকল আটকে পরা তীর্থযাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ভারতীয় বিমান বাহিনীর চিনুক ও এমআই ১৭ হেলিকপ্টার ব্যাবহার করা হবে।
আরো পড়ুন : বেঙ্গল সাফারি পার্কে সিংহ ও সিংহীর নামকরন নিয়ে মামলা পৌঁছয় আদালতে ! এবার নতুন নাম পেল তাঁরা
উত্তরাখন্ডের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত কেদারনাথ রুটে থেকে ৭,২৩৮ জন তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত উত্তরাখন্ডের কেদারনাথ, চামেলি, দেরাদুন ,হারিদ্বার ও তেহরি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে অতি বৃষ্টি ও ধসের জেরে হমাচলপ্রদেশের একধিক এলকারা সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পরেছে। ভেসে গিয়েছে সইঞ্জ, মান্ডির পাধার ও সিমলা রামপুরের নির্মন্দ , মালনা ,কুল্লুর। হিমাচপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। এখনো পর্যন্ত নিখোঁজ ৪৫ জন।
আরো পড়ুন : কেন্দ্রের কাছে স্বাথ্য খাতে বকেয়া টাকা চেয়ে নবান্নের একাধিক চিঠি, অবশেষে কত মঞ্জুর করল কেন্দ্র ?
ড্রোনের সাহায্যে দুর্গতদের উদ্ধারের চেষ্টার কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। হমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আগামী তিন মাস সংসারে চালানোর জন্য খাবার ,গ্যাস এবং অন্যান্য নিত্য প্রয়জোনীয় দ্রব্য কেনার জন্য প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে বলে ঘীষণা করেন।
জোর কদমে দুই রাজ্যের প্রশাসনই উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী কয়েকদিন দুই রাজ্য হমাচলপ্রদেশ ও উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
