পিঙ্কি শর্মা : গায়ে কাঁটা দেবার মতো ঘটনা ঘটল পাকিস্থানের ( Pakistan ) সিন্ধ প্রদেশে। অর্থের অভাবে নিজের নবজাত শিশু কন্যাকে জীবন্ত পুতে দিল এক নিষ্ঠুর পিতা। অভিযুক্ত ওই বাবার নাম তায়াব। ঘটনার পর অভিযুক্ত তায়াবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর তায়াব পুলিশের কাছে সিকার করে জানিয়েছে, তাঁর ১৫ দিন বয়েসের শিশুকন্যার চিকিৎসার খরচ যোগাতে না পেরেই এই সিদ্ধান্ত নেন তিনি। তিনি প্রথমে তাঁর সন্তানকে জীবন্ত অবস্থাতেই একটি বস্তায় ভরে নিয়ে গিয়ে তারপর মাটি খুঁড়ে সেই বস্তা পুতে দেন।
ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশের থারুসাহ এলকায়। আদালতের নির্দেশ মতো ওই শিশুকন্যার কবর খুঁড়ে ময়নাতদনের পাশাপাশি ফরেন্সিক পরীক্ষা করবে তদন্তকারী সংস্থা।