স্পোর্টস ডেস্ক : মরসুমের কলকাতা লিগের প্রথম ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে চির প্রতিপক্ষ মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে গোল করেন পিভি বিষ্ণু এবং জেসিন টিকে। মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট। ইস্টবেঙ্গল প্রথমার্ধে প্রায় ৩৫ মিনিট পর্যন্ত মাঠে দাপট দেখালেও তাঁরপর মোহনবাগান চাপ বাড়াতে শুরু করে লাল হলুদের রক্ষণে।
তবে প্রথমার্ধে কোনও দলই তিনকাঠিতে বল জড়াতে পারেনি। দ্বিতীয়র্ধের খেলা শুরু হতেই ৫০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করেন বিষ্ণু। এরপরেই ঠিক ৬৪ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন জেসিন টিকে।
খেলার শেষের দিকে এসে অর্থাৎ ৭৬ মিনিটের মাথায় জোড়া হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে ইস্টবেঙ্গলের জোসেফকে মাঠ ছাড়তে হয়। ম্যাচের শেষ মুহূর্তে এসে মোহনবাগানের হয়ে সুহেল ভাট এক গোল শোধ করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। এক গোলে জয়ী হয় লাল হলুদ।