তীর্থঙ্কর মুখার্জি : কলকাতার বুকে বহুতল বাড়ির এক ফ্ল্যাটে লুঠপাটের চেষ্টা। চলল গুলি। বৃহস্পতিবার টালিগঞ্জ থানার ৬৮ নম্বর লেকঅ্যাভেনিউয়ের বহুতল বাড়ির একটি ফ্ল্যাটে লুঠপাঠের চেষ্টা চালায় দুষ্কৃতি। দম্পতির অভিযোগ তাঁদের ফ্ল্যাটে দীর্ঘ পাঁচ বছর ধরে সাফাইকর্মীর কাজ করা গিরিডির বাসিন্দা সঞ্জয় তাঁর দুই বন্দধুকে নিয়ে ছ’টার নাগাদ কলিং বেল বাজিয়ে তার নাম ধরে ডাকে।
চেনা মুখ দেখে তিনি দরজাও খুলে দেন গ্ররহকর্তা। দরজা খুলতেই সাফাইকর্মী সঞ্জয় ও বাকি তার দুই বন্ধু আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটের চেষ্টা শুরু করে। ভয়ে প্রবীণ দম্পতি দেবাশিষ দে এবং তাঁর স্ত্রী পুনমের চিৎকারে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা ছুটোছুটি শুরু করতে গেলে সেই সময় পালিয়ে যায় দুষ্কৃতিরা।
পালাবার সময় এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ওই ফ্ল্যাটের বাসিন্দাদের। তবে হতাহতের কনো খবর নেই। সেই মুহুর্তে পালাতে সক্ষম হলেও সেই রাতেই লালবাজারের গুন্ডা দমন শাখা সঞ্জয় ও বাকি দুই যুবককে গ্রেপ্তার করে ফেলে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।