বেঙ্গল সাফারি পার্কে সিংহ ও সিংহীর নামকরন নিয়ে মামলা পৌঁছয় আদালতে ! এবার নতুন নাম পেল তাঁরা

লক্ষী শর্মা : চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি প্রবেশ করে। ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলার চিড়িয়াখানা থেকে একটি সিংহ ও একটি সিংহীকে নিয়ে আসা হয়। এরপর সিংহর নাম রাখা হয় আকবর এবং সিংহীর নাম রাখা হয় সীতা। এরপরেই যতো গিন্ডগোলের সূত্রপাত।

আরো পড়ুন : চিতাবাঘের হানায় গুরুতর যখম এক শিশু ও বৃদ্ধ সহ ৭, চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হল ১ যুবকের

সিংহীর নাম সীতা হওয়ায় বিশ্ব হিন্দু পরিষদ আপত্তি জানিয়ে রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে। রাজ্যের তরফে এডভকেট জেনারেল বলেন, রাজ্যে ওই সিংহ দম্পতিকে আনার আগেই ত্রিপুরাতেই এই নামকরন হয়।

আরো পড়ুন : প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ের হাত ধর তৃতীয় পদিল জিতল ভারত ! স্বপনপূরন হল স্বপ্নিলের

তবে বাকি পশুদের নামকরন নিয়ে কনোপ্রকার বিতর্কের দানা বাঁধেনি। সিংহ দম্পতির নামকরণ নিয়ে বিতর্ক এতটাই চরমে পৌঁছয় যে বেঙ্গল সাফারি পার্ককে নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ায়।

Leave a Comment