অনুশিবা সেন : দীর্ঘদিন ধরেই দলগাঁও স্টেশনে ডলোমাইট সাইডিং থেকে বীরপাড়া বাতাসে ছড়িয়ে যাচ্ছে বিষ। এমনই অভিযোগ তুলে আসছে বীরপাড়ার বাসীন্দারা। এবার বীরপাড়াবাসী তাঁদের প্রিয় বীরপাড়াকে দুষণ মুক্ত করতে কোমর বেঁধে পথে নামল।
আরো পড়ুন : August Rashifol 2024: খুব শীঘ্রই ভাগ্য বদলাবে ৪ টি রাশির, সাথে খারাপ সময় সঙ্গী হবে এই ৮ টি রাশির!
দলগাঁও স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে সরব হলেন “ভয়েস অব বীরপাড়া নামে অরাজোনৈতিক একটি সংগঠন। মঙ্গলবার বীরপাড়াকে দুষণ মুক্ত করার অঙ্গিকার নিয়ে “ভয়েস অব বীরপাড়া নামে অরাজোনৈতিক একটি সংগঠন” নামের ব্যানারে পথে নামে প্রায় সমগ্র বীরপাড়ার মানুষ।

এই অরাজোনৈতিক সংগঠনের একটাই দাবি “আর নয় দূষণ, আর নয় ধুলো”। ডলোমাইটকে বীরপাড়া থেকে বিদাই জানাও, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাও। লিখা এদিন মিছিলের শেষে দলগাঁও স্টেশন ম্যানেজারকে এই দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।