প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্যাচার্য, সমবেদনা জানিয়ে সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা

তীর্থঙ্কর মুখার্জি : প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্যাচার্য। বৃহস্পতিবার বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। বুদ্ধদেব বাবুর প্রয়াতের পর মমতা লিখেন, “পশচিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্যাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত।

একই সঙ্গে তিনি সিপিআই(এম)-এর সকল কর্মীদের শোকবার্তা দয়েছেন। “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্যাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে তিনি প্রথম মুখ্যমন্ত্রী পদে বসেন। পাশাপাশি বাংলায় ৩৪ বছরের বাম রাজত্বের শেষ মুখ্যমন্ত্রী তিনিই। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে লড়ে ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন।

বুদ্ধদেব বাবু শেষ দিন পর্যন্ত আড়ম্বরহীণ জীবন কাটিয়েছেন দক্ষিণ কলকাতায় পাম পাম অ্যাভিনিউয়ের দু’কামরার একটি ফ্লাটে। গত কয়েক বছর ধরেই ফুসফুসের সংক্রামণ নিয়ে একাধিকবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।

বারবার সেই লড়াই জিতে ফিরেও এসেছেন। কিন্তু আজ জীবন যুদ্ধে হাড় মানতে হল বুদ্ধবাবুক্র। এই মুহুর্তে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হচ্ছে স্পিস ওয়ার্ল্ডে। জানা গিয়েছে আগামীকাল বিধান সভায় নিয়ে যাওয়া হবে পরিবার সূত্রে এমনটাই জানানো হয়।

Leave a Comment