প্যারিস অলেমিক্সে ভারতের হয়ে ছুটছে মনু-ঘোড়া! ফাইনালে পৌঁছে পদকের হ্যাট্রিক শুধু সময়ের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক : শুক্রবার আবারো বন্ধুক হাতে কামাল করলেন মনু। প্যারা অলিম্পিক্সের ২৫ মিটার পিস্তলের ফাইনালে পৌঁছে তৃতীয় পদকের সামনে মনু ভাকের। প্যারিস অলেমিক্সে ভারতের হয়ে যেন ছুটছে মনু-ঘোড়া। শনিবার মনু নামবেন পদকের লক্ষ্যেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিন যোগ্যতা অর্জন পরবে প্রিসিশন ও র‍্যাপিড ফায়ার রাউন্ডে তিনটি সিরিজ মিলিয়ে ৬০০-র মধ্যে মনুর স্কোর ৫৯০। প্রিসিশন রাউন্ডের পর মনু ছিলেন ৩ নম্বরে। তখন তাঁর স্কোর ছিল ৩০০-র মধ্যে ২৯৪। র‍্যাপিড রাউন্ডের পর মনু কিন্তু ২-এ উঠে আসেএন। এখানে তিনি স্কোর করেন ২৯৬।

আরো পড়ুন : ১৫০০ কোটির সম্পত্তির অভিযোগ, সুকান্তর বিরুদ্ধে পাল্টা আইনি চ্যালেঞ্জ ডেপুটি মেয়র রঞ্জনের

মনুর থেকে দুই পয়েন্ট বেশি স্কোর করে একে শেষ করেছেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। ভেরোনিকা-মনু পর ৫৫৮ স্কোর তৃতীয়তে শেষ করেন ইরানের হানিয়ে রোস্তামিয়ান। চলতি অলেমিক্সে মনু ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতার পাশাপাশি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টে সরবজ্যোৎ কে সাথে নিয়ে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেন মনু।

Leave a Comment