প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ের হাত ধর তৃতীয় পদিল জিতল ভারত ! স্বপনপূরন হল স্বপ্নিলের

স্পোর্টস ডেস্ক : মনু ভাকের সরবজ্যোৎ-মনুর জুটর পর ৫০ মিটার রাইফেলে ভারতকে তৃতীয় পদক দিলেন স্বপ্নিল কুসালে। এখনো পর্যন্ত তিনটি পদকই এসেছে শুটিং থেকে। স্বপ্নিল ফাইনালে যোগ্যতা অর্জন করে শুরুটা খুব একটা ভালো হয়নি তাঁর। এই শুটিং ইভেন্টের প্রথমে ছিল ‘নিলিং’ অর্থাৎ হাঁটু মুড়ে বসে শুটিং। সেখানে স্বপ্নিল প্রথম সিরিজের পাঁচটি শটে ৫০.৮ স্কোর করেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শুরুতেই সপ্তম স্থানে নেমে যান তিনি। দ্বিতীয় সিরিজে ৫০.৯ স্কোর করে আরো ভালো করে স্বপ্নিল। তৃতীয় সিরিজে অনেকটা এগিয়ে ৫১.৬ স্কোর করেন। এর পরে ‘প্রোন’, অর্থাৎ বুকে ভর দিয়ে শুটিং ছিল। সেখানে প্রতিটি সিরিজেই ভাল স্কোর করেন তিনি। ৫২.৭, ৫২.২ এবং ৫১.৯ স্কোর করে চতুর্থ স্থানে উঠে আসে স্বপ্নিল।

ধাপে ধাপে এরপর ‘স্ট্যান্ডিং’, অর্থাৎ দাঁড়িয়ে শুটিং বিভাগে দু’টি সিরিজে ৫১.১ এবং ৫০.৪ স্কোর করে তিন নম্বরে উঠে এসে ব্রোঞ্চ জয়ের আশা দেখাতে শুরু করে। শেষে ছিল এলিমিনেশন। অর্থাৎ এই রাউন্ডে একজন করে বাদ পরছিল।

এক ক্লিকে প্যারিস অলিম্পিক্সের বিস্তারিত তথ্য

Parais Olympics 2024 : India Schedule , Full Coverage, Medal Tally

সেই মুহুর্তে তৃতীয় স্থান ধরে রাখার চ্যালেঞ্জ ছিল স্বপ্নিলের কাছে। তিনি প্রথম শটে ১০.৪ মারার পর দ্বিতীয় শটে ৯.৪ এবং তৃতীয় শটে ৯.৯ স্কোর করে ব্রোঞ্চ নিশ্চিত করে ফেলেন। স্বপ্নিলের সঙ্গে মাত্র ০.৬ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় হয়ে রুপো জিতে সের্হি। প্রথম স্থান অধিকার করে সোনা জিতেন চিনের ইয়ুকুন লিউ।

Leave a Comment