প্যারিস অলিম্পিকে মহিলাদের শুটিংয়ে দেশকে প্রথম পদক দিল মনু! শুভেচ্ছা জানাল মমতা থেকে প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলেম্পিক মহিলাদের ১০ মিটার এয়ার শুটিংয়ে পদক জয়ী প্রথম বছর বাইশের মহিলা মনু ভাকের। ১২ বছরের খরা কাটিয়ে শুটিংয়ে দেশকে প্রথম পদক এনে দিল হরিয়ানার এই শুটার। তাই ব্রোঞ্চ জিতলেও ইতিহাস গড়েছেন মনু ভাকের। এর আগে ৯টি বিশ্বচ্যাম্পিয়ানশিপ পদক রয়েছে তাঁর ঝুলিতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এদিন মনু নিজেকে ভেবেছিলেন অর্জুন আর তাঁর একমাত্র লক্ষ্য ছিল জয়। আর তাঁর বিজয়রথে ছিলেন যেন স্বয়ং শ্রীকৃষ্ণই। টোকিয়তে স্বপনভঙ্গের পরেই মনুর বাড়ির চেহাড়াটাও বদলে গিয়েছিল। সেদিন পদক না জিততে পেরে অঝোরে কেঁদে ছেড়েছিলেন টোকিও অলেম্পিক্স।

শুনলে অবাক হতে হয়, মনু ভাকারে বন্ধুক চালানো ছাড়াও তিনি জানেন বক্সিং, ভলিবল, স্কেটিং, মার্শাল আর্ট। এই সকল খেলাতেও জাতীয় স্তরে রয়েছে ৬০টি পদক। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্চ জিতেছেন মনু। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে তাঁর। পদকজয়ী মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, প্যারিস অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়ী মনু ভাকেরকে আমার অভিনদন। কঠোত পরিশ্রম এবং নিষ্ঠার জন্যই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিকে পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটি গর্বের মুহুর্ত। পদকজয়ী মনুকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

Leave a Comment