বিশ্বজিৎ মন্ডল : মানিকচকে বেশ কিছু এলকায় গত কয়েকদিন ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট চলছে। সেই বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে বৃহস্পতিবার মানিকচকের বিভিন্ন এলকায় পথ অবোরধ করে স্থানীয়রা। পুলিশ এনায়েতপুরে পুলিশ বিক্ষোভকারীদের অবরোধ তুলতে গেলে অভিযোগ, পুলিশকে লক্ষ করে এলোপাথারি পাথর ছোড়ার পাশাপাশি মারধর শুরু করে।
ঘটনায় আক্রান্ত হয়েছেন আইসি পার্থ সারথী হালদার, সেকেন্ড অফিসার রাকেশ বিশ্বাস, এএসআই সাত্তার হোসেন সহ বেশ কিছু পুলিশকর্মী। অবরোধকারীদের অভিযোগ, তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে। সেই গুলিতে জখম হয়েছে ৩ জন অবরোধকারী।
জখমদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যা নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে মানিকচকে। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে ,তা জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পৌঁছান ডিআইজি সহ গোটা এলকা ঘিরে রেখেছে বিরাট পুলিশবাহিনী।