সঞ্চিতা সাহা : সোমবার দুপুরে হুলুস্থুল কান্ড ঘটল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এদিন হাসপাতালের ইমারজেন্সি অবজারভেশন রুমের বাথরুম থেকে উদ্ধার হল একটি শিশুর পচা গলা দেহ। জানাগিয়েছে এদিন, রোগীর আত্মীয় শোচালয়ের দরজা খুলতেই শিশুর দেহ পরে থাকতে দেখে চিৎকার করে উঠেন।
এরপর তার চিৎকার শুনে শুটে যায় চিকিৎসক থেকে কর্মরত নার্সরা। রীতি মতো হুলুস্থুল কান্ড বেঁধে যায় হাসপাতালে। এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা ওই শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার খবর পেতেই হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা।
এ বিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: অনকুর চক্রবর্তী জানান, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি পুলিশ সিসি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কে এবং কী ভাবে সকলের নজড় এড়িয়ে শিশুটির দেহ শৌচালয়ে ফেলে গেলো তদন্তের পরই তা পরিষ্কার হবে বলে মনে করছে হাসপাতালের ডাক্তার থেকে সকল হাসপাতাল কর্মীরা।
আরো পড়ুন : জন্মদিনের সকালে তৃণমূল সাংসদের ঘুম ভাঙল শাহের ফোনে, গিফট হিসেবে দিবি ‘আবাসের’ বকেয়া টাকা