দুর্নীতি রোধে এবার খড়গহস্ত অভিষেক ! কী কী অভিযোগ করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে,জেনে নিন

তীর্থঙ্কর মুখার্জি : সরকারি কাজে বাধা এবং দলের নাম করে ভয় দেখানো অথবা কেউ যদি টাকা ঘুষ চাইলে সেই মুহুর্তে তাঁকে অভিযোগ জানানোর কথা জানালেন অভিষেক। এক কথায় এবার দুর্নীতি রোধে আরো কড়া হলেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Bandyopadhyay ) । শনিবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের আমতলায় ছিল পর্যালোচনা বৈঠক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Announcement of WhatsApp channel to report corruption: Abhishek

সেই পর্যালোচনা বোঠক থেকে এদিন তাঁর সাংসদ এলাকার ৭০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাশ এবং ৭৫ কোটি টাকার রাস্তার উদ্বোধন করেন অভিষেক। তাঁর সাংসদ এলকার বিভিন্ন সরকারি প্রকল্প যেমন, রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে টানা বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে।

আরো পড়ুন : J&K : ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, জঙ্গিরা সেনাদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়! শহিদ ২ জাওয়ান ,আহত ৩

সেই বৈঠক সেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। তিনি বলেন একটি হোয়াটস অ্যাপ চ্যানেল খোলা হয়েছে যার নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। এই ‘হোয়াটস অ্যাপ’ ( Whats App) নম্বরে চাইলে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। অভিষেক আরো জানান, কেউ ভয় দেখালে বা টাকা চাইলে, ভিডিও করে হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দিন।

সেই ভিডিও পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তাঁরা সেটি তদন্ত করে দেখবে। তাতে যদি সত্যতা থাকে,তাহলে ততক্ষনাৎ কড়া ব্যাবস্থা নেবে পুলুশ। পাশাপাশি ভিডিও প্রেরককে পুরুষ্কৃত করা হবে। এই ক্ষেত্রে প্রেরক যদি চান, তাঁর পরিচয় গোপন থাকবে। অভিযোগকারীর নিরাপত্তার দায়িত্বও নেবে পুলিশ।

উল্লেখ্য, এর আগে নিজের লোকসভা কেন্দ্রে ‘এক ডাকে অভিষেক’ -এ অভিযোগ জানানোর প্রকল্প চালু করেছিলেন তিনি। তাতে জেলাজুড়ে নানান অভিযোগ আসতে শুরু করেছিল। এবার সেই নম্বরেই হোয়াটসঅ্যাপ করে সরাসরি ভিডিও পাঠিয়ে অভিযোগ জানানো যাবে।

Leave a Comment