স্পোর্টস ডেস্ক : মাত্র দু’দিনের ব্যাবধানে প্যারিস অলেম্পিক্সে দ্বিতীয় পদক জিতলেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিক্সড ইভেন্টেও সরবজ্যোৎ সিংহকে সঙ্গীকরে ব্রোঞ্জ জিতলেন তিনি। দ্বিতীয় পদক জিতে মনু ভাকের বলেন, পাদক বা ইতিহাসের কথা তাঁর মাথাতেই ছিলনা শুধু শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলেন।
দেশের হয়ে ব্রোঞ্জ নিশ্চিত হওয়ার পর গ্যালারির দর্শকদের অভিবাদনের পাশাপাশি মাথা নিচু করে নমস্কার করেছিলন দর্শকদের উদ্দেশে। এদিন মনু ভালো করলেও সরবজ্যোৎ খারাপ স্কোর করায় প্রথম সিরিজে কোরিয়ার কাছে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল।
এরপর দ্বিতীয় সিরিজ থেকে পর পর চারটি সিরিজ জিতে নেয়। মনু পদক জয়ের পর সম্প্রচারকারী চ্যানেলে মনু বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। ভারতীয় হিসাবে একই অলেম্পিক্সে দ্বিতীয় পদক জিততে পেরে গর্বিত। সকলের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব ছিল না।