জ্ঞান না ফিরলেও অনেকটাই ভালো আছে! মুকুলের শারীরিক অবস্থা নিয়ে কী জানাল শুভ্রাংশু

মিষ্টু মুখার্জি : কেমন আছেন বর্ষিয়ান নেতা মুকুল রায় অনেকটা ভাল আছে। জ্ঞান না ফিরলেও ডাকলে অল্পবিস্তর সাড়া দিচ্ছেন তিনি। শনিবার হাসপাতাল থেকে বাবাকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি আরো জানান, অস্ত্রপাচার হওয়ার পর ভেন্টিলিশনে ছিলেন।

এখন আইসিইউতে রয়েছে অক্সিজেন চলছে। এখনো ক্রিটিকাল অবস্থা, তবে এখন স্থিতিশীল রয়েছে। ডাক্তাররা যথেষ্ট চেষ্টা চলাচ্ছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে মুকুল রায়। গত কাঁচড়াপাড়ার নিজের বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়।

তরিঘরি কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে। শুভ্রাংশু জানান দলের তরফে সকলেই খোঁজ নিচ্ছে। মুখ্যমন্ত্রীও লোক মারফত খবর নিচ্ছেন মুকুল রায়ের। এমনকি বিজেপির অনেকেই এসে দেখে গিয়েছেন মুকুল রায়কে।

Leave a Comment