জন্মদিনের সকালে তৃণমূল সাংসদের ঘুম ভাঙল শাহের ফোনে, গিফট হিসেবে দিবি ‘আবাসের’ বকেয়া টাকা

সেক মোতাহার হোসেন : বাঁকুড়া সাংসদ অরুপ চক্রবর্তীর জন্মদিনে সকালে ঘুম ভেঙেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে। জন্মদিনের শুভাচ্ছে জানাতেই সাত সকালে ফোন করে ছিলেন অমিত শাহ। জন্মদিনের সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে প্রথমে কিছুটা অবাকই হয়ে ছিলেন তিনি।

আরো পড়ুন : Live : দেশ ছেড়ে ভারতে প্রবেশ করলেন শেখ হাসিনা, দখল হল বাংলাদেশ গণভবন, কী বললেন সেনা প্রধান

কিন্তু সেই সুযোগ হাত ছাড়াও করেননি তিনি মিনিট খানেকের কথার মাঝেই উপহার হিসেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়ে বসলেন বাংলার আবাস যোজনার বকেয় টাকা। তাঁদের কথপোকথন শেষ হবার পরে অরুপ নিজেই সে কথা জানান তিনি।

লোকসভা নির্বাচনে অমিত শাহর দলের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে হারতে হয় তৃণমূলের প্রার্থী অরুপ চক্রবর্তীর কাছে। নির্বাচনের পর অরুপের প্রথম জন্মদিনেই সেই শাহের কাছ থেকেই অভিনন্দন বার্তা পেয়ে অভিভূত তৃণমূল সাংসদ। অরুপ এদিন বিস্তরে বলেন, তখন ঘড়িতে সকাল ৮টা বাজে। আমার তখনও ঘুম ভাঙেনি।

আরো পড়ুন : সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজারে ব্যাপক পতন ! লক্ষ কোটি টাকা উধাও নিমিষে, কতটা পড়ল সূচক ?

দেখি দিল্লি থেকে ফোন এসেছে। ফোনের ওপার থেকে বলা হয় , স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। এরপর আমি ফোন ধরতেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমিও তাঁকে নমস্কার জানিয়ে বলেছি, আমার মন ভাল নেই। লাগাতার বৃষ্টিতে বাঁকুড়ার বহু বাড়ি ভেঙে গিয়েছে। দ্রুত আবাস প্রকল্পের বকেয়া টাকা মিটিয়ে দিন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু হেসে বলেন, দেখা যাবে।

Leave a Comment