পিঙ্কি শর্মা : ব্রেন খেকো অ্যামিবার আতঙ্কে ভুগছে কেরালা। এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পায়েলির নামের ১৪ বছরের এক কিশোরের। বর্তমানে একজন এখনো হাসপাতালে চিকিৎসাধিন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,গত বুধবার কেরালার কোঝিকোড়ে পিমৃদুল নামে এক জনের মৃত্যু হয়।
রাজ্যে এই পর্যন্ত মারন সংক্রামনে প্রাণ হাড়িয়েছে ৪ জন। ইতিমধ্যেই এনিয়ে একটি উচ্চপর্যায়ে বৈঠক করেছে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেই বৈঠকে নির্দেশ দেন রাজ্যে যত দুষিত পুকুর বা নদী আছে সেখানে স্নান করা জাবে না। এমনকি সুইমিংপুলের জলে ব্যাবহার করতে হবে ক্লোরিন।
ডাক্তারি ব্যাক্ষায় এই ব্র্যেন খেকো অ্যামিবা হল প্রাইমারি অ্যামিওবিক মেনিনজেওসেফেলাইটিস। এই রোগের লক্ষন ব্যাকটেরিয়া ঘটিত ম্যানেঞ্জাইটিসের মতো। এই অ্যামিবা সরাসরি ব্রেনের কোষ ও টিস্যুতে আক্রমণ করে। এটি কান ও নাকের ফুটো দিয়ে শরীর প্রবেশ করে। এরপর সোজা মস্তিস্কে আক্রমণ করে।