মিষ্টু মুখার্জি : রাজববনেই রাজ্যপালের কাছ থেকে তৃণমূলের জয়ী বিধায়কদের নিতে হবে শপথ। বেঁকে বসে তৃণমূলের জয়ী বিধায়কেরা। জয়ী দুই বিধায়ক বিধানসভায় শপথ নিতে চেয়ে রাজ্যপালকে চিঠিও দেন। তৃণমূলের তরফে জানানো হয় রাজ্যপাল যেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দেন। এরপরেই তৈরি হয় শপথ জটিলতা। সেই শপথ জটিলতা কাটল রাজভবনের হস্তক্ষেপেই।
বৃহস্পতিবার রাতে রাজভবনের তরফে সোশ্যাল মাধমে একটি পোস্ট করে জানিয়ে উপনির্বাচনে জয়ী বিধায়কদের রাজ্যপালের পরিবর্তে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেইমতো শুক্রবার অর্থাৎ আজ ইংরেজির ০৫-০৭-২৪ তারিখে বিধানসভার বিশেষ অধিবেশনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Bandyopadhyay) ও রেয়াত হোসেন সরকারকে (Reyat Hossain Sarkar) শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।