কলকাতার বুকে শিশু অপহরণের চেষ্টা, হিরোর মতো ধাওয়া করে অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ

তীর্থঙ্কর মুখার্জি : খাস কলকাতার নিউ টাউন এলকায় এক শিশুকন্যাকে খাবার দেওয়ার টোপ দিয়ে বাইকে করে এক যুবক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয়রা খেয়াল করে। তরিঘরি সেখানকার ট্রাফিকগার্ডে ডিউটিরত সেভিক ভলেন্টিয়ারকে বিষয়টি জানায়।

এরপর বাইকটিকে ধাওয়া করতেই শিশুকন্যাকে ফেলে দিয়ে চম্পট দেয় অপহরণকারী। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পরে এলকায়। সিসি ফুটেজ দেখে অপহরণকারীদের খোঁজে টেকনোসিটি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।

Leave a Comment