A woman doctor was molested in front of Raiganj Hospital
নন্দিতা হালদার : আরজিকর ঘটনার পর সামনে এক মাসের মাথায় সামনে এলো রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালের এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির ঘটনা। ওই নির্যাতিতা মহিলা চিকিৎসকের অভিযোগ, মাসখানেক আগে আমি যখন ডিউটি করতে ডিউটি করতে। হাসপাতালের কাছাকাছি একটি সরু গলির কাছে নির্জন এলকায় সাইকালে চেপে আসা এক অজ্ঞাত ব্যক্তি আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল।

A woman doctor was molested in front of Raiganj Hospital
সেই সময় আমি চিৎকার করি এবং আমার হাতে থাকা ছাতা দিয়ে মারতে থাকি। আমার চিৎকার শুনে কিছুটা দুরে হাসপাতালের সামনে থাকা লোকজন ছুটে আসে। তাঁর আগেই ওই ব্যক্তি সাইকেল নিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান আমি সেই সময় ওই অজ্ঞাত ব্যক্তির সিসি ফুটেজ জোগাড় করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু আজো সেই ব্যক্তি অধরা।

Arnab Mandal Co-ordinator Raiganj Municipality
এই বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্ণব মন্ডল বলেন, একজন মহিলা চিকিৎসকের সাথে শ্লীলতাহানির ঘটনাটি যে সময় ঘটেছিল সেই সময় আমার কানে আসে বিষয়টি। আমিও বিষয়টি নিয়ে তৎপর হই। কিন্তু যে সিসি ফুটেজে দিয়ে উনি রায়গঞ্জ থানায় লিখিত ভাবে দায়ের করেছে সেই ছবিটা আমার কাছেও এসে পৌঁছয় কিন্তু ছবিটা অস্পষ্ট হওয়ায় সেই ব্যক্তিটিকে চিনতে একটু অসুবিধেই হয়েছে।
তবুও যেটুকু বোঝা যাচ্ছে আমাদের রায়গঞ্জ পুরসভার বাসিন্দা নন। তবুও আমাদের রায়গঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেই জন্য নির্জন এলকাগুলিতে পুলিশের পিসি পার্টি বেশি করে পেট্রোলিং চালাচ্ছে। পাশাপাশি আমাদের ওয়ার্ডের ভলেন্টিয়ার ভাইদেরকেও সজাগ থাকতে বলেছি। আমি আশাবাদী খুব শীঘ্রই সেই অপরাধিকেকে পুলিশ ধরতে সক্ষম হবে।

অপরদিকে যে হাসপাতালে ডিউটি করতে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছিল,সেই হাসপাতালের কর্ণধার জানান, ঘটনার সময়কার সিসি ফুটেজ বলবনা। সিসি ফুটেজে দেখা যায় নীল জানা পরা একটি ছেলে ,সাইকেল নিয়ে। সেই ছবি সহ লিখিত অভিযোগ আমরা থানায় জমা দিয়েছিলাম কিন্তু দুষ্কৃতীরা এখনো অধিরা। পাশাপাশি এমন ঘটনার প্রবনতা বাড়ার কারণ হিসেবে তিনি বলেন সমাজে যে ভাবে ড্রাগের নেশা ( ব্রাউন সুগার) এবং মদ্যপ ব্যক্তির প্রভাব বেড়েছে তাতেই আজকে সমাজ সুরক্ষির নয়।