এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব খবর এক নজড়ে : সাতসকালে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১ শিশু

কেয়া সরকার : শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দির গোকর্ণ এলকায় টোটো উল্টে মৃত্যু হল ২ বছরের এক শিশুর। আহত হয়েছে টোটো চালক সহ চার যাত্রী। পুলিশ সূত্রে জানাগিয়েছে, খোশবাসপুর থেকে কর্ণসুবর্ণ যাওয়ার পথে একটি সাইকেলকে পাশ দিতে গিয়ে উল্টে গিয়ে নয়ানজুলিতে পরে যায় যাত্রী বোঝাই টোটোটি। স্থানীয়রা তরিঘরি আহতদের উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত বলে জানিয়ে দেয়।

মুর্শিদাবাদ : শুক্রবার মুর্শিদাবাদের নাকুরতলা বাজারে অভিজান চালাল লালবাগের মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা।

মুর্শিদাবাদ : এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। শুক্রবার সকালে মৃতার পরিবার থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়ার চোঁয়া এলকার বাসিন্দা ২৮ বছর বয়েসী হাবিবা খাতুনের অস্বাভাবিক মৃত্যু হয়।

কোচবিহার : বাজারে দ্রব্যমূল্য যাচাই করতে শুক্রবার মাথাভাঙা-১ ব্লক কৃষক বাজারের অভিযান চালাল টাস্ক ফোর্স। এই বিষয়ে জয়েন্ট বিডিও ফজলুর রহমান জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মাথাভাঙা ব্লকের বিভিন্ন বাজার এবং শহরের বাজারগুলিতেও পরিদর্শন করা হচ্ছে। রাজ্যসরকারের এই উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারা।

Leave a Comment