শান্তি রঞ্জন দাস : শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের গণনার শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বেলা গড়াতেই একে একে জয়ী হতে থাকে তৃণমূলের প্রার্থীরা। প্রথম জয় পায় রায়গঞ্জ বিধানসভার তৃণমূলের প্রার্থী কৃষ্ণকল্যাণী। শেষ পর্যন্ত দশ রাউন্ড শেষে তিনি ৫০,০৭৭ ভোটে জয় লাভ করেন।
এদিন সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়েই গণননা শুরু হয়। এই প্রথম রায়গঞ্জে তৃণমূল জয় স্বাদ পেল। এছাড়াও বাকি তিন আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের বাগদা বিধানসভার প্রার্থী মধুপর্ণা ঠাকুর ৩৩,৪৬৮ ভোটে জয়ী হয়েছেন। মানিকতলা বিধানসভার তৃণমূলের প্রার্থী সুপ্তি পান্ডে ৬২,৩১২ ভোটে জয় লাভ করেন। রানাঘাট দক্ষীণ বিধানসভার তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৯,০৪৮ ভোটে জয়ী হন।
বিপুল ভোটে জয়ী হবার পর গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে কৃষ্ণকল্যাণী বলেন, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন। আমি ৫০ হাজারের বেশি ভোটে জিতেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ।
লোকসভার পর উপনির্বাচনে পশচিমবঙ্গের ৪টি বিধানসভার পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যের যে ৯টি বিধানসভায় ভোট হয়েছিল, তাঁর মধ্যে বিজেপি ১টি, এবং তাঁর জোটসঙ্গী জেডি(ইউ) একটি আসনে এগিয়ে রয়েছে। হামাচলের হামিরপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেডিইউ। গণনার শেষ গোটা দেশে বিধানসভা উপনির্বাচনে ফলাফল ইন্ডিয়া জোট ১১টি এবং এনডিএ জোট ২ টি আসনে জয় লাভ করেছে।