পিঙ্কি শর্মা : ইডির হাতে গ্রেপ্তার হওয়া আবগারি মামলায় ৯০ দিন ধরে জেল বন্দি কেজরীবাল। সেই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের অন্তবর্তী জামিন মঞ্জুর করল দেশের শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে শুক্রবার এই নির্দেশ দিয়েছে।
এই রায়ে যেমন চাপ বাড়ল ইডির ওপর তেমনি এই রায়ে ইন্ডিয়া জোটের নেতাদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে। তবে ইডির গ্রেপ্তারির জামিন পেলেও বর্তমানে সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় আলাদা ভাবে জামিন নিতে হবে কেজরীকে।
আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তাই পুরোপুরি জামিনে মুক্তি পেতে আপ প্রধানকে ১৭ তারিখে দিল্লি হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাঁর আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছে না কেজরী।
কেজরীর আইনজীবী বিবেক জৈন বলেন, আমরা শীর্ষ আদালতকে বলেছিলাম, প্রয়োজনীয় নথি ও তথ্য ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে কেজরীবালকে। সুপ্রিম কোর্ট সেই যুক্তির ভিত্তিতেই অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। আগামী ১৭ জুলাই সিবিআই হেফাজতে থাকা কেজিরীর জামিনের জন্য দিল্লি হাই কোর্টকেও আমরা একই কথা উপস্থাপন করব।