অনুষ্ঠান শুরুর ঠিক আগেই অসুস্থ হয়ে পরে ! প্রয়াত বাংলা রক ব্যান্ড ‘মাইলস’ গায়ক ও প্রতিষ্ঠাতা শাফিন

অনুশিবা সেন : নব্বইয়ের দশকে দুই বাংলায় সারা ফেলানো গান ‘ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও’ সেই গানের কণ্ঠ আর ফিরবে না। বাংলা রক ব্যান্ডের জগতে অন্যতম নাম ‘মাইলস’। সেই মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক শাফিন আহমেদ প্রয়াত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

তাঁর ভাই হামিন জানান বৃহস্পতিবার সকালে আমেরিকার এক হাসপাতালে শাফিনের মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান, দাদা শাফিন গত ২০ জুলাই আমেরিকা একটি অনুষ্ঠান করতে যান। সেখানেই শো-শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন। এরপর অনুষ্ঠান বাতিল হয়ে যায়।

সেই মুহুর্তে দাদাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসারত অবস্থায় তাঁর অঙ্গ বিকল হতে শুরু করে। কিন্তু শেষরক্ষা আর হল না। গায়কের দেহ দেশে ফিরিয়ে আনতে আমেরিকা রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Comment